Skip to content

খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায় কাজের সময় ভয়াবহ দুর্ঘটনা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দুর্ঘটনাটি ঘটেছে ২১শে নভেম্বর,শুক্রবার দুপুরে খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায়।খড়্গপুরের সাহাচকে রামস্বরূপ স্টিল–আয়রন কারখানায় কাজের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুই অস্থায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

শুক্রবার দুপুরে প্রায় ২৫ মিটার উচ্চতায় মেরামতির কাজ কর ছিলেন ধনঞ্জয় মিদ্যা ও চন্দন অধিকারী। সেই সময় অসাবধানতাবশত তাঁরা নিচে পড়ে গুরুতর ভাবে আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।মৃত চন্দন অধিকারীর বাড়ি খড়্গপুর লোকাল থানার গোকুলপুরে এবং ধনঞ্জয় মিদ্যার বাড়ি উত্তর ২৪ পরগনায়।

দু’জনই প্রায় এক বছর ধরে ওই কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে—দুর্ঘটনার সময় কোনও সেফটি গিয়ার ব্যবহার করা হয়নি, যা বড়সড় গাফিলতি বলে মনে করা হচ্ছে। মৃত শ্রমিকদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শিল্পমহলে।

Latest