অরিন্দম চক্রবর্তী : মঙ্গলবার ৯ই ডিসেম্বর সাত সকালে দোকান খুলতেই কান্নায় ভেঙে পড়লেন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গেট বাজার এলাকাতে এক ব্যবসায়ী সন্তোষ সাহু। মঙ্গলবার সাত সকালে দোকানের শাটার খুলতেই দেখেন দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পর দোকানের ক্যাশবাক্সের তালা খোলে।

তার দাবি, বাক্সের মধ্যে থাকা প্রায় ৮0 হাজার টাকা নেই । দোকানে থাকা দামি চকলেট, সিগারেট ও বেশ কিছু জিনিসপত্র নেই। ৮ই ডিসেম্বর সোমবার ঠান্ডার মধ্যে রাত্রে দোকানের উপরের টিন ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।দোকানে রয়েছে সিসিটিভি। কিন্তু সেই সিসিটিভি বাইরের দিকে ঘোরানো ছিল। ফলে ভিতরে কারা ঢুকেছিল তার কিছু জানা যায়নি। সিসিটিভির সমস্ত তারও কাটা ছিল।