Skip to content

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহিলা থানার নজিরবিহীন উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে গণ ভাইফোঁটা উৎসব!

নিজস্ব সংবাদদাতা : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইদুজ, ভ্রাতৃদ্বিতীয়া, ভাইদ্বিতীয়া প্রভৃতি নামেও ভাই-বোনের বন্ধনের এই উৎসব পরিচিত। এই দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন এবং তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

এরই সঙ্গে চলে উপহার বিনিময় ও খাওয়াদাওয়ার পালা। এক অভিনব উদ্যোগ দেখা গেলো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহিলা থানার। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার নির্দেশে খড়্গপুর মহিলা থানার উদ্যোগে 'কিশলয়'-এর শিক্ষার্থীদের নিয়ে গণ ভাইফোঁটা উৎসব পালন করা হয়। সকল শিশুদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

যদিও অধিকাংশ অচেনা ভাই-বোনেরা ছিল সংশ্লিষ্ট এলাকার আশেপাশের। দীর্ঘদিন ধরে যারা ভাইদের অভাবে ফোঁটা দিতে পারছিল না, আবার যেসব ভাইয়েরা বোনদের অভাবে ফোঁটা নিতে পারছিল না মূলত তাদের কথা ভেবে এই গণ ভাইফোঁটার আয়োজন করে। যেখানে ৫০ জনেরও বেশি শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে সামিল হয়। আর এই গণ ভাইফোঁটা দেখতে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Latest