Skip to content

পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাতের বেলায় আচমকা অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরের নান্নুরচক এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার সময় আচমকা অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হঠাৎ বিদ্যুতের খুঁটি থেকে আগুনের শিখা উঠতে থাকে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে অবস্থিত ওই বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হওয়ার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে সংযোগ তারের ,পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়।

আগুন প্রথম চোখে পড়তেই তৃণমূল জেলা পার্টি অফিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি বোঝেন। তারা তৎক্ষণাৎ খবর দেন বিদ্যুৎ দপ্তর ও দমকল বিভাগে। পাশাপাশি আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সে জন্য সাধারণ মানুষকে সরে যেতে অনুরোধ করা হয়। রাতের ব্যস্ত সময়ে এলাকায় মানুষজনের আনাগোনা থাকলেও দ্রুত রাস্তায় দাঁড়িয়ে পথ চলতি মানুষদেরকে সতর্ক করছেন কর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত গতিতে আগুন নেভানোর কাজ শুরু করেন।

অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তাদের দ্রুত তৎপরতা এবং বিদ্যুৎ দপ্তরের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়লে জেলা তৃণমূল কার্যালয় সহ পাশের একাধিক দোকান ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারত। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুনের শিখা মুহূর্তে আকাশ ছুঁইছুঁই অবস্থায় চলে যায়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। তবে দমকল কর্মীদের পাশাপাশি জেলা পার্টি অফিসের কর্মী-সমর্থকদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

Latest