Skip to content

মেদিনীপুর লোকসভার অন্তর্গত নারায়ণগড় ও দাঁতন ১নং ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 'বাংলার ভোট রক্ষা শিবির' পরিদর্শনে সাংসদ জুন মালিয়া!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর লোকসভার অন্তর্গত দাঁতনে ৫০ লক্ষ টাকা ব্যয়ে হবে সেতু, শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া।এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সোমবার দাঁতনের চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়া গ্রামে একটি সেতুর শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

তাঁর সাংসদ তহবিলের অর্থে, ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই সেতু। সোমবার বিকেলে চোরপালিয়া গ্রামে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও উৎপল সর্দার, গ্রাম পঞ্চায়েত প্রধান বিপ্লব ঘোড়াই প্রমুখ।

এছাড়া মেদিনীপুর লোকসভার অন্তর্গত নারায়ণগড় ও দাঁতন ১নং ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 'বাংলার ভোট রক্ষা শিবির' পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া।

Latest