সেখ ওয়ারেশ আলী : মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তির কবরস্থান ও মসজিদের জমির সরকারি রেকর্ড হঠাৎ করে ‘ভেস্ট’ হিসাবে দেখানো হচ্ছে— এমন অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল মেদিনীপুর শহর। ধর্মীয় সম্পত্তির রেকর্ড পরিবর্তনের প্রতিবাদে দেওয়ান বাবার মাজার প্রাঙ্গন থেকে সংগঠিত হয় এক বিশাল প্রতিবাদ মিছিল, যাতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। মিছিলটি শহরের প্রধান রাস্তায় পরিক্রমা করে জেলা শাসকের দফতরের সামনে পৌঁছয় এবং সেখানে শুরু হয় বিক্ষোভ।

টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে জেলা শাসককে একটি লিখিত অভিযোগ পত্র জমা করা হয়।মিছিলে নেতৃত্ব দেন টাউন মুসলিম কমিটির সম্পাদক সারফারাজ খান। তিনি বলেন “বহু প্রজন্ম ধরে ব্যবহৃত কবরস্থান ও মসজিদের জমির রেকর্ড এক তরফা ভাবে ‘ভেস্ট’ দেখিয়ে বদলে দেওয়া হচ্ছে। এটি ধর্মীয় অধিকারের ওপর সরাসরি আঘাত। প্রকৃত রেকর্ড সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”তিনি আরও জানান,এক মাসের মধ্যে কবরস্থান ও মসজিদের আসল রেকর্ড পুনঃস্থাপন, ভুল নথি অবিলম্বে সংশোধন,এবং ধর্মীয় সম্পত্তির আইনি অধিকার পুনর্বহালের দাবি করা হয়েছে। স্পষ্ট সতর্কবার্তা,এক মাসের মধ্যে সংশোধন না নিলে মুসলিম সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে রাস্তায়।