Skip to content

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রাজ্য সরকারের নতুন প্রকল্প হকার লোন ২০২৫!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকার রাজ্যের হকারদের পাশে দাঁড়ানো ও তাদেরকে স্বনির্ভর করার জন্য একটি নতুন প্রকল্প চালু হলো “হকার লোন ২০২৫”। নতুন এই প্রকল্প নিয়ে শনিবার৬ই ডিসেম্বর মেদিনীপুর পৌরসভার সভাকক্ষে হলে একটি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,উপ পৌরপ্রধান মৌ রায়,২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রানী দাস,সিআইডি-র সৌরভ বসু,সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী,সহ পৌরসভার অন্যান্য আধিকারিকগণ। এদিনের অনুষ্ঠানে অল্প সুদে ব্যবসায়ীদের হাতে লোনের চেক ও ডিসবার্সমেন্ট লেটার তুলে দেওয়া হয়।

মোট ৩২৪ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তাদের অনুমোদিত লোনের অর্থ জমা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার (LDM) এবং কানারা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ।মেদিনীপুর পৌরসভা ভবিষ্যতেও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!