পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মৃত ভোটারের পর এবার মেদিনীপুর বিধানসভা এলাকায় ভুয়ো ভোটারের হদিশ, তালিকায় নাম ঘিরে শোরগোল মেদিনীপুরে।
বুথ নাম্বার ১৩১ (মালিয়াড়া এলাকা) ,মোট ভোটার - ১২১৯ ভুয়া ভোটার - ১ ভুয়া ভোটারের নাম - রবীন্দ্রনাথ অধিকারী, বাড়ির নাম্বার - ২১৮, ক্রমিক সংখ্যা - ২৯।
অভিযোগ - একই বাড়ির নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড। আর সেই বাড়ির নম্বরেই ভোটার কার্ড হয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর। বিজেপির অভিযোগ, রবীন্দ্রনাথ অধিকারীর নামটাই ভুয়া। এই নামে এই এলাকায় কোন ভোটার নেই। অভিযোগ স্বীকার করে নিয়েছে শাসকদল তৃণমূল। তারাও জানিয়েছে এই নামটি ভুয়া ভোটারের। রবীন্দ্রনাথ মাহালীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই নামের কোন ব্যক্তি এই বাড়িতে থাকে না।বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা স্বীকার করে নিয়েছেন ভুয়া ভোটার এর নাম তালিকায় থাকার বিষয়টি। BLO র ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি। অন্যদিকে প্রশ্নের মুখে নিজের ভুলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট বুথের পূর্বতন BLO সুদর্শন পাঁজা।