Skip to content

SIR শুনানিতে হয়রানির অভিযোগ,সাধারণ মানুষের ভোগান্তির ছবি উঠে এল মেদিনীপুরে SIR ক্যাম্পের!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  এস আই আর ক্যাম্পে শুনানিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির ছবি উঠে এল মেদিনীপুরে SIR ক্যাম্পের।দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চত্বরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই, নেই মাথার উপর কোনো ছাউনি—এমনই অভিযোগ শুনানিতে আসা বহু মানুষের। তীব্র রোদে দাঁড়িয়ে থাকতে গিয়ে চরম কষ্টের মধ্যে পড়তে হচ্ছে তাঁদের।এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগে এগিয়ে এল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও নির্দেশে, শুনানিতে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় দল।

সেই উদ্যোগ বাস্তবায়নে মেদিনীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা নিজে উপস্থিত থেকে এস আই আর ক্যাম্পে আগত মানুষদের হাতে পানীয় জলের বোতল ও চকলেট তুলে দেন। এ বিষয়ে সুজয় হাজরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দর্শন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনাতেই এই সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন,“প্রচণ্ড রোদে মানুষজন কষ্ট পাচ্ছেন জলের জন্য। রাজ্যের শাসক দল হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই এই সামান্য সহায়তার মাধ্যমে তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি।এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শুনানিতে আসা মানুষদের মধ্যে। অনেকেই জানিয়েছেন, প্রশাসনের তরফে থেকে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের এই মানবিক সহায়তা তাঁদের ভরসা ও সাহস জুগিয়েছে।

Latest