Skip to content

গোয়ালতোড় পিংবনি হাই স্কুল একসাথে ৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১৫০০ এর মতো চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন । পশ্চিম মেদিনীপুর জেলায় গোয়ালতোড় পিংবনি হাই স্কুল একসাথে ৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি যেতেই চিন্তায় মাথায় হাত প্রধান শিক্ষকের । কীভাবে কী হবে ভেবেই কুলকিনারা পাচ্ছেন না প্রধান শিক্ষক।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পিংবনি হাই স্কুলে শিক্ষক শিক্ষিকার অনুমোদিত পদ ২৫ টি। কিন্তু বর্তমানে ছিলেন ২২ জন। ৩ টি শূন‌্যপদ অনেক আগে থেকেই আছে। সুপ্রিম নির্দেশে স্কুলের মোট ৯ জনের চাকরি চলে গিয়েছে। তাদের মধ‌্যে ছয়জন শিক্ষক-শিক্ষিকা আর তিনজন শিক্ষাকর্মী। যে ছয়জন শিক্ষকের চাকরি গিয়েছে তাদের মধ‌্যে তিনজন শিক্ষিকা। সংস্কৃত, নিউট্রিশন ও বাংলা পড়াতেন তাঁরা। অপরদিকে বায়োলজি, পিওর সায়েন্স এবং অঙ্ক বিভাগের শিক্ষকের চাকরিও গিয়েছে।  এই অবস্থায় বিদ্যালয়ের পড়াশোনা কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

Latest