Skip to content

সাতসকালে যাত্রীবাহী যাত্রা দলের বাস সঙ্গে লরির সংঘর্ষ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : সাতসকালে যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো একটি লরির। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মন্ডলবাড়ী এলাকায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবরে , বৃহস্পতিবার রাতে ডেবরার ডিঙ্গল এলাকায় যাত্রানুষ্ঠান শেষ করে বেসরকারি বাসের ময়নার হোগলাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে, পিংলা থেকে একটি লরি মুন্ডুমারির দিকে যাচ্ছিল। মন্ডলবাড়ী এলাকায় যাত্রাদলের বাসের সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন বাস এবং লরির চালক পলাতক । এছাড়াও বাসের একাধিক যাত্রীও আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ।

Latest