নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে ১৩ জন ভিন রাজ্যের কুখ্যাত ডাকাতকে ধরল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। প্রায় 8 ঘণ্টার অপারেশনে তাদের হাতেনাতে ধরল জেলা পুলিশ।পাশাপাশি দুষ্কৃতীদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই ১৩ জন দুষ্কৃতীকে গ্রেফাতরের পরই সাংবাদিক বৈঠক করে রবিবার যাবতীয় তথ্য তুলে ধরেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।ধৃতিমান সরকার রবিবার ১৭ই নভেম্বর সাংবাদিক বৈঠকে বলেন, এরা সকলেই বিহার এবং ঝাড়খণ্ডের। এদের উদ্দেশ্য ছিল বড় কারখানায় এবং ব্যাঙ্ক লুট করার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা এসটিএফ সূত্রে জেলা পুলিশের কাছে খবর আসে একটি বড় গ্যাং তথা এক ডাকাতবাহিনী ভিন রাজ্য থেকে জড়ো হয়েছিল এই জেলায় ৷ তারা বড় ধরনের অপরাধের ছক কষছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা পুলিশ ঘাটাল এবং চন্দ্রকোনা পুলিশ নিয়ে তড়িঘড়ি একটি টিম করেন ৷ডাকাতদের গ্রেফতার করে তাদের কাছে পাওয়া গিয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র ৷ যার মধ্যে রয়েছে কিছু দেশি তিনটি পিস্তল, 10টি কার্তুজ। এদের উদ্দেশ্য ছিল বড় কোনও কারখানায় ডাকাতি করা ৷