নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পরিচালনায় গতবুধবার থেকে শুরু হল চারদিনব্যাপী সকল সাবডিভিশনাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সুরক্ষা কর্মীদের ও সুরক্ষা সম্পর্কিত দপ্তরদের নিয়ে হাসপাতাল সম্পর্কিত সুরক্ষা প্রশিক্ষণ। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে মেদিনীপুরে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। চলবে চারদিন ধরে। সকল সাবডিভিশনাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সুরক্ষা কর্মী ও সুরক্ষা সম্পর্কিত দপ্তরের কর্মীদের হাসপাতাল সম্পর্কিত সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে।গত বুধবার শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের সুরক্ষা প্রদানকারী কর্মীবৃন্দ, নিরাপত্তাকর্মী, পুলিশ কর্মী, দমকল দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের কর্মী, মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বিভাগের কর্মী, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ প্রমুখরা।