Skip to content

পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদক পাচার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে। ঘাটাল মহকুমা পুলিশ বেশ কয়েকদিন ধরেই খবর পাচ্ছিল। শুক্রবার রাতে, 'নিশ্চিত খবর' নির্ভরযোগ্য সূত্রে পৌঁছালে, দাসপুর-২-এর বিডিও প্রবীর কুমার শিট,এসডিপিও দুর্লভ সরকার এবং ওসি অঞ্জনী তেওয়ারির নেতৃত্বে দাসপুর থানার পুলিশ দুই জেলার সীমান্তবর্তী এলাকায় অতর্কিতে বসে। তিন যুবক ব্যাগ নিয়ে পৌঁছানোর সাথে সাথেই পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে। তিন যুবককে গ্রেপ্তার করা হয়। দাসপুর-২ বিডিও প্রবীর কুমার শিটকে তথ্য দেওয়া হয়।  তার উপস্থিতিতেই ব্যাগগুলি খোলা হয়!সেই অভিযানেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।ধৃতদের নাম জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। ধৃতদের কাছ থেকে বেআইনি কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।অভিযানের সময় তিন সন্দেহভাজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

Latest