Skip to content

পশ্চিম মেদিনীপুর শালবনীর স্টেডিয়ামে ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনীর নেতাজি স্টেডিয়ামে ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, মেদিনীপুরের সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত ও মেদিনীপুর বিধায়ক সুজয় হাজরা,বিধায়ক দীনেন রায় জেলাশাসক খুরশেদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,অজিত মাইতি, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ,বিধায়ক হুমায়ুন কবির,উত্তরা সিংহ হাজরা সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক। যেখানে গোটা রাজ্যের ২৩ টি জেলার সেরার সেরা খেলোয়াড়রা অংশ নিয়েছে । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ।

Latest