Skip to content

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ধানের জমির থেকে বিপুল কার্তুজ উদ্ধার, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত গামারিয়া এলাকায় ধানের জমির আল থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ১৫ই ডিসেম্বর সোমবার সকালে জমির আল কাটার কাজ করতে গিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা মাটির নিচে প্যাকেট প্যাকেট কার্তুজ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে তাঁরা দ্রুত খবর দেন শালবনী থানার পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মাটির নিচে পোঁতা অবস্থায় থাকা একাধিক ব্যাগ উদ্ধার করা হয়, যার ভিতরে বিপুল পরিমাণ কার্তুজ মজুত ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়া ব্যাগগুলির গায়ে ‘২০১০’ লেখা ছিল। পুলিশ ইতিমধ্যেই সমস্ত কার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আরও কার্তুজ বা কোনো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হবে।

জমির মাঝখানে কীভাবে এবং কোন উদ্দেশ্যে এই কার্তুজগুলি পোঁতা ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, ২০১০ সালের আশপাশের সময়কার—অর্থাৎ তৎকালীন CPIM শাসনকালীন—কার্তুজ হতে পারে এগুলি।এই ঘটনার জেরে গোটা গামারিয়া এলাকায় আতঙ্ক ও কৌতূহল দুটোই ছড়িয়েছে। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে এবং কার্তুজগুলির উৎস ও উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।

Latest