Skip to content

পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মেদিনীপুর–লালগড় রাজ্য সড়কের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মেদিনীপুর–লালগড় রাজ্য সড়কের চ্যাঙশোল থেকে কয়মা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠল গ্রামবাসীরা। দের বছরের বেশি সময় ধোরে রাজ্য সড়ক টি পরিণতো হয়েছে নানা আকারের খানা খন্দে, যেন গ্রামীণ কাঁচা রাস্তাকে ও হার মানাবে।এই ভগ্নো দশার জেরে প্রায়ই ঘোটে দুর্ঘটনা।

অভিযোগ, জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হানি পর্যন্ত ঘটছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল, কলেজের পড়ুয়াদের যাতায়াতও হয়ে উঠেছে দুঃসাধ্য। শুক্রবার দুপুরে এই পরিস্থিতির প্রতিবাদে ভাদুতলা–লালগড় রাজ্য সড়কের পিড়াকাটা সংলগ্ন পিন্ড্রাকুলি এলাকায় পথ অবরোধে সামিল হোন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা রাস্তা সম্প্রসারণ ও দ্রুতো সংস্কারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে বাস,ট্রাক ও ছোটো গাড়ি, চলাচল সম্পূর্ণ থোমকে যায়।তবে পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে এবং প্রশাসনের আশ্বাসে প্রায় ঘন্টা দুয়েক পর অবরোধ তুলেনেন বাসিন্দারা।গ্রামবাসীদের হুঁশিয়ারি—অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Latest