নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারে "ডিজিটাল লাইব্রেরি" এর উদ্বোধন হল। উদ্বোধন করলেন কলকাতার এস. এস. জৈন সভা পরিচালিত শ্রী জৈন বুক ব্যাংকের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাব্রতী সুশীল গেলরা। উপস্থিত ছিলেন মেদিনীপুরসহ জঙ্গলমহলের জেলা সমূহের সমন্বয়কারী বিশিষ্ট শিক্ষক গৌতম কুমার বোস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রন প্রাঃ লিঃ, শালবনী শাখার ডি. জি.এম ইউ. এস. শাস্ত্রী, ম্যানেজার সহ অন্যান্য অতিথি বৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অনুপম সাহা, প্রধান শিক্ষক সুধাংশ শেখর বাগ, সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ মেইকাপ সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, অশিক্ষক কর্মীবৃন্দগণ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতির যুগ্ম আহ্বায়িকা দীপা ভকত ও অন্যান্য সদস্য-সদস্যাগণ। উদ্বোধনী অনুষ্ঠান কর্মসূচি রূপায়ণে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্রন্থাগারিক অনিন্দ্য সুন্দর দাস। ডিজিটাল লাইব্রেরি নির্মাণে পূর্ণ সহযোগিতা করেছেন কলকাতার শ্রী জৈন বুক ব্যাংক।