Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা উদ্বোধন করলেন মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আজ,১৫ই নভেম্বর,শনিবার আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার জন্মদিবস।বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা উদ্বোধন করলেন মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী,বিধায়ক অজিত মাইতি,নেপাল সিংহ,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,অজিত মাইতি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জেলা ,চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া সহ রাজ্য নেতৃত্বরা।

শালবনিতে বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত ‘জয় জোহার’ মেলার প্রথম দিনে ‘ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র’-এর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে অত্যাধুনিক ১৩টি অ্যাম্বুল্যান্স বা মোবাইল মেডিক্যাল ইউনিট তুলে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে। গাড়িতেই থাকবে পোর্টেবল এক্স-রে, ইসিজি, অটো এনালাইজার, সেল কাউন্টার, ইনকিউবেটর। হবে ইসিজি (ECG), ইউএসজি (USG), এক্সরে সহ ৩৫ ধরনের ব্লাড টেস্ট।

Latest