নিজস্ব সংবাদদাতা : ৭ই জানুয়ারী বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চার নম্বর বাঁকিবাঁধ অঞ্চলের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষপূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনাঢ্য প্রভাব ফেরী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা,, জেলা পরিষদের সদস্য ঊষা কুন্ডু, সমাজসেবী তোফজ্জল হোসেন, বিদ্যালয়ের পরিচালক কমিটির সভাপতি মোঃ কামরুজ জামাল ও সদস্য শেখ মাহমুদ আলম, বিদ্যালয় এর প্রধান শিক্ষক শুদ্ধদেব চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বুধবার সকাল থেকে নাচ , গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যারা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাদের নতমস্তকে প্রণাম করেন এবং বিদ্যালয় কে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন।