নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলে আটকে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের গবেষক অনিরুদ্ধ। একমাত্র সন্তানের চিন্তায় দিন কাটতে চাইছে না বাবা মায়ের।অনিরুদ্ধ তার বাবা-মা'র একমাত্র সন্তান। ২০২২ সালের শেষের দিক থেকে তেল আভিভে আছেন। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি। এদিকে, নিজেদের একমাত্র সন্তানকে নিয়ে যথেষ্ট উৎকণ্ঠিত বাবা-মা। এই পরিস্থিতিতে কিভাবে দিন কাটছে অনিরুদ্ধর ?অনিরুদ্ধর বাবা পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম বেরা বুধবার সন্ধ্যায় জানান, "দুশ্চিন্তা তো আছেই। কিন্তু, এই পরিস্থিতিতে তো কিছু করারও নেই। যতক্ষণ না ভারত সরকার ওদের উদ্ধার করে নিয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে।" এই বিষয়ে শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ জানিয়েছেন, "আমরাও তাই চাইছি। অসীম বাবুর সাথে যোগাযোগ রেখে চলেছে সকলেই।" শাসকদলের রাজ্যের যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ বলেন, "অনিরুদ্ধর সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে অনিরুদ্ধ।"অনিরুদ্ধ আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে রান্না করে খাওয়া সম্ভব নয়। তাই শুকনো ও রেডিমেড খাবার মজুত করে রাখছি। তাই দিয়েই চলছে। বুধবার সকালে আমাদের কাছে খবর এসেছে, বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে সবটাই বুধবার রাতের উপর নির্ভর করছে। এখনই বাড়ি যাবার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, ভারত সরকার উদ্ধার অভিযান শুরু করলেই চলে যাব।’
ইজ়রায়েলে আটকে পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনির যুবক অনিরুদ্ধ বেরা!
