Skip to content

বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ২৩৪ শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের উড়িয়াসাই , আমশোল ও সাতবাঁকুড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এস আই আর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য বাংলার ভোট রক্ষা শিবির চালু করা হয়েছে । বুধবার শালবনির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ওই তিনটি শিবিরে গিয়ে শিবিরে আসা ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বলেন এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। বি এল ও যে ফরম আপনাদের হাতে দিয়েছেন সেই ফর্ম পূরণ করে বিএলও র হাতে দিবেন।

সেই সঙ্গে তিনি বলেন যদি ওই ফরম পূরণ করতে অসুবিধা হয় কিংবা কারো নথি নিয়ে কোন সমস্যা থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হওয়া বাংলার ভোট রক্ষা শিবিরে এসে ফরম পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথি শিবিরে থাকা দলীয় নেতৃত্ব ও কর্মীরা খুঁজে দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি অযথা সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানান।সেই সঙ্গে তিনি আরো বলেন যে বি এল ও ছাড়া অন্য কারো হাতে ফরম দেবেন না এবং অন্য কোন ফরম পূরণ করবেন না।

Latest