নিজস্ব সংবাদদাতা : আগামী ৪-৫ দিনের মধ্যেই বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে। যা নির্ধারিত সময়ের অনেকটা আগেই। রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ করা হচ্ছে। যদি আপনাকে কোনও কাজের জন্য বাইরে যেতে হয়, তাহলে কমপক্ষে ২০ কিলোমিটার রাস্তা ঘুরে দেখলেই সমাধান পেয়ে যাবেন।এই সমস্যারই সমাধানে উদ্যোগী হলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

লোকসভা ভোটের প্রচারে এসে কথা দিয়েছিলেন তিনি। সেই মতোই শালবনির দুই অঞ্চলের মধ্যে কমপক্ষে ২০ কিলোমিটার দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিলেন সাংসদ। শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের যুগডিহা এবং গড়মাল অঞ্চলের গোয়ালডিহির মাঝে পারাং নদীর খালের উপর তৈরী হবে এই সেতু। বৃহস্পতিবার ২২শে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের শালবনী ব্লকের কাশিজোড়া এলাকার যুগডিহা গ্রাম এবং গড়মাল এলাকার গোয়ালডিহি গ্রামের মধ্যে পারং নদীর উপর কজওয়ে নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া তহবিল থেকে। উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া , শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ,শালবনীর BDO রোমান মন্ডল,তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ,অসিত পাল,পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।গ্রামের ছোট বাচ্চারা সাংসদ জুন মালিয়া পেয়ে খুব খুশি হয়েছে ।
