নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মামীকে অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে সহবাসের অভিযোগে ভাগ্নেকে গ্রেফতার করলো পুলিশ। কেশিয়াড়ি থানা এলাকার ঘটনা।ধৃত যুবককে শনিবার খড়গপুর আদালতে তোলে পুলিশ। ধৃতকে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকমাস ধরেই মহিলার বাড়িতে যাতায়াত ছিল যুবকের। যুবক সম্পর্কে ভাগ্নে হয়। মহিলার অভিযোগ কয়েকমাস ধরেই বিরক্ত করত যুবক। তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্যেও ইন্ধন জোগাত। তাতে অতিষ্ঠ উঠেছিলেন যুবকের মামী। গত ১৪ নভেম্বর স্বামী বাড়িতে না থাকায় যুবক মহিলার বাড়িতে এসে মহিলাকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মহিলার সঙ্গে ছিল তার দুই সন্তানও। পুলিশ সূত্রে খবর, গত ১৪ নভেম্বর যুবক মহিলাকে নিয়ে ওঠেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পিতাম্বরচকের একটি ভাড়া বাড়িতে। সেখানেই ছয়দিন ছিলেন। মহিলার অভিযোগ, সেই সময় মহিলার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার সহবাস করেছে ভাগ্নে যুবক।