Skip to content

ছাব্বিশের ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় বদল!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০২৫ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কার্যত ঢুকে পড়েছে ২০২৬-এর ভোটযুদ্ধে। জেলায় জেলায় রাজনৈতিক হিংসা, ধর্মীয় মেরুকরণ এবং প্রশাসনিক স্তরে দ্রুত পালাবদলের মধ্যেই নবান্ন ঘোষণা করল রাজ্য পুলিশের সর্বস্তরে বড়সড় রদবদল।

পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার আইপিএস পলাশ চন্দ্র ঢালী

পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক রদবদলে বড়সড় চমক। SIR প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বদল করা হলো জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। তাঁকে পশ্চিমবঙ্গের SS IB পদে স্থানান্তর করা হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন পলাশ চন্দ্র ঢালি (IPS), যিনি এর আগে বারুইপুর জেলা পুলিশের SP ছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি।

No photo description available.

ধৃতিমান সরকারের হঠাৎ বদলকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেদিনীপুরে তাঁর কর্মকালে অপরাধ দমন থেকে শুরু করে জনসংযোগ—সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (HQ) সৌতম ব্যানার্জি

ফলে তাঁর আকস্মিক বদলে অনেকেরই মন খারাপ, বিশেষ করে স্থানীয় মানুষের মধ্যে।নতুন পুলিশ সুপারকে ঘিরে প্রশাসনে নতুন দিশা ও প্রত্যাশার সুর, তবে বিদায়ী এসপির কাজের জন্য মেদিনীপুরবাসীর ভালোবাসা যে রয়ে গেল, তা যেন আরও একবার স্পষ্ট হলো।

Latest