Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ট্রাক মালিক ও ড্রাইভারদের দীর্ঘদিনের সমস্যার সমাধান লিখিত ডেপুটেশন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ট্রাক মালিক ও ড্রাইভারদের দীর্ঘদিনের সমস্যার সমাধান চেয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কলেজ মাঠে জড়ো হয়ে সংগঠনের সদস্যরা বিশাল মিছিল শুরু করে। ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত মিছিল শহর পরিক্রমা করে পৌঁছায় জেলাশাসক দপ্তরে।

দপ্তরের গেটের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়ে সংগঠনের নেতৃত্ব জেলাশাসকের হাতে একটি বিস্তারিত লিখিত ডেপুটেশন তুলে দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। প্রদীপ মন্ডল জানান—আমরা চার বছর ধরে নানা সমস্যার ভুগছি। কিন্তু প্রশাসনের তরফে কোনও স্থায়ী সমাধান করা হয়নি। অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। ট্রাক অপারেটরদের মূল দাবিগুলি ওয়েব্রিজের পাশাপাশি বেসরকারি ওজন যন্ত্রকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। ট্রাকে ৩৫টন লোড ছাড়ার অনুমতি দ্রুত চালু করতে হবে।মোহনপুর ব্রিজ এবং খুকুরদহ ব্রিজের পাশে পণ্যবাহী গাড়ির জন্য অস্থায়ী কজওয়ে তৈরি করতে হবে।

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অযৌক্তিক এক লক্ষ টাকার জরিমানা নীতি বাতিল করতে হবে।বালিখাদানে অস্বাভাবিক বালি মূল্য বৃদ্ধি, ওভারলোডিংয়ের নামে হয়রানি,যত্রতত্র নো-এন্ট্রি, এবং রাস্তায় ট্রাক চলাচলে প্রশাসনিক বাধা অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের দাবিগুলি পূরণ না হলে পরবর্তীতে মোহনপুর ব্রিজ অবরোধ করা হবে। প্রয়োজনে সমস্ত ট্রাক এনে জেলাশাসক দপ্তরের ভেতরেই রেখে দেওয়া হবে।এদিনের বিক্ষোভে জেলাজুড়ে থাকা কয়েকশো ট্রাক মালিক, ড্রাইভার ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Latest