Skip to content

পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের উদ্যোগে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামের এমভি কাপ ২০২৫!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের উদ্যোগে রবিবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামের সবুজ মাঠ যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর ফুটবল অঙ্গনে। শুরু হলো এমভি কাপ ২০২৫–এর দু’দিন ব্যাপী বর্ণাঢ্য ফুটবল প্রতিযোগিতা।

প্রতিবছরই এই প্রতিযোগিতা জেলার ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেই ধারাবাহিকতায় এ বছরও ভেটারেন্স ফুটবল ক্লাব দৃঢ়ভাবে আয়োজনের দায়িত্ব তুলে নিয়েছে।ক্লাবের অন্যতম উদ্যোক্তা সৈয়দ নাজিম হাবিব জানান, এ বছরের প্রতিযোগিতাকে আরও বেশি বৈচিত্র্যময় করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্কুলের দলগুলির পাশাপাশি ৪০ ঊর্ধ্ব ভেটারেন্সদের জন্য আলাদা বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে,যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

ছোট থেকে বড়—সকল বয়সের খেলোয়াড়দের এক মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।দুদিনের এই টুর্নামেন্টে মাঠে খেলোয়াড়দের দক্ষতা, গতি, কৌশল এবং প্রতিযোগিতার উত্তেজনা দর্শকদের মুগ্ধ করেছে। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত অভিভাবক, সমর্থক এবং ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগে সেরা দল এবং সেরা খেলোয়াড়দের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

Latest