Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এবিভিপির বিক্ষোভ!

নিজস্ব সংবাদদাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অনার্সের প্রশ্নপত্রে একটি প্রশ্নে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করা হয়। এবার সেই ইস্যুতে বৃহস্পতিবার উত্তাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্য দীপক করের পদত্যাগের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপি। বাধ্য হয়ে  বিশ্ববিদ্যালয়ের মেন গেট বন্ধ থাকলে সেই গেট এক প্রকার ভেঙে ঢুকে পড়ে এবিভিপি সদস্যরা। যদিও বেশ কিছুক্ষনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। ৯ই জুলাইয়ের ইতিহাসের প্রশ্নপত্রের বিষয়টি জানতে পেরে পরদিনই  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর সাংবাদিক বৈঠক করেন। প্রথমেই অনিচ্ছাকৃত এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন। সরিয়ে দেন বিভাগীয় প্রধান তথা ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান নির্মল মাহাতোকে। তারই সাথে প্রশ্ন মডারেটর টিমের সদস্য প্রফেসর প্রসেনজিৎ ঘোষকে। এরপর ১১ই জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর দায়িত্ব গ্রহণের পর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও করেন। ভবিষ্যতে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শও দেন।

Latest