Skip to content

সমাজতত্ত্ব বিভাগে ড. সৈয়দ আব্দুল হাফিজ মঈনুদ্দিন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান!

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ২৮শে মার্চ মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হাফিজ মঈনুদ্দিন দীর্ঘ কর্মজীবনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। উনার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯১ সালে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের দায়িত্ব পান ২০০৫ সালে।উনার হাত ধরেই এই বিভাগের পথ চলা শুরু হয়।উনি ছিলেন একজন সুনামধন্য লেখক এবং সমাজতাত্ত্বিক।এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তথা সমাজতত্ত্ব বিভাগের সঙ্গে উনার রয়েছে নানান স্মৃতির ইতিহাস।উনি ছিলেন বজ্রের মতো কঠিন, আবার কুসুমের মতো কোমল।খুবই দায়িত্বশীল এবং স্পষ্টবাদী বক্তা ছিলেন তিনি।উনি ছিলেন এই বিভাগের বট বৃক্ষ যাঁর জ্ঞানের ছায়ায় আশ্রয় পেয়েছে সহস্র ছাত্র-ছাত্রী এবং গবেষক।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।সবাই একবুক শ্রদ্ধা ও ভক্তি দিয়েই স্যারের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল।সবাই এক হৃদয় ব্যথা অনুভব করে তাদের প্রিয় স্যারকে প্রথাগত নিয়মে বিদায় জানিয়েছিল।

Latest