নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তর থেকে এই তথ্য মিলেছে। তাদের বক্তব্য, প্রতি বছরই জেলায় মাংসের উৎপাদন বেড়ে চলেছে। ছাগল, ভেড়া, শূকরের মাংস দ্রুত না বাড়লেও মুরগির মাংস উৎপাদনে বৃদ্ধিটা তিন বছর ধরে বেশ উল্লেখযোগ্য।জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ২৩৯০টি পোল্ট্রি ফার্ম রয়েছে। এখানে দৈনিক গড়ে ডিম উৎপাদন হয় ৫৩ লক্ষ ৮৫ হাজার। জেলায় বছরে ডিম উৎপাদন হয় গড়ে ১৯৬ কোটি ৫৫ লক্ষ। প্রতি মাসে ১৩৫.২৯ লক্ষ কেজি পোল্ট্রি-মাংস উৎপাদন হয় জেলায়। এছাড়া হাঁসের ছানা উৎপাদনেও পশ্চিম মেদিনীপুর জেলা সেরা বলে জানিয়েছেন জেলাশাসক। জানা গিয়েছে, ২০২৪ অর্থবর্ষে জেলায় ৬.৭৫ লক্ষ ডাকলিং উৎপাদন হয়েছে, যা রাজ্যে সর্বোচ্চ বলে জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে।