নিজস্ব সংবাদদাতা : আজ ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর সমগ্র শিক্ষা মিশনের আয়োজনে আজ শ্রী অরবিন্দ শিশু উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিক বৃন্দ।এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্বর্ণাভ বেরা সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রং তুলির টানে ফুটে ওঠে মনের কথা।