Skip to content

পশ্চিম মেদিনীপুরের লোক আদালতে ১ দিনে ৪০০০ মামলার নিষ্পত্তি!

নিজস্ব সংবাদদাতা :  পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন আদালত প্রাঙ্গনে ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালত সফলভাবে অনুষ্ঠিত হলো। মেদিনীপুর, খড়্গপুর, দাঁতন, গড়বেতা ও ঘাটাল আদালত চত্বরে একযোগে এই লোক আদালতের আয়োজন করা হয়। চাষের জন্য ঋণ করেছিলেন। সুদ-সহ লোন বাকি ছিল প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা। তা শোধ করতে না পারায় পশ্চিম মেদিনীপুর জেলার লোক আদালতের দ্বারস্থ হয়েছিলেন বছর সত্তরের বৃদ্ধ। শনিবার লোক আদালতের বিচারকরা তাঁকে মাত্র ১০ হাজার টাকা পরিশোধ করার নির্দেশ দেন। এটা একটা ঘটনা মাত্র।

২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালতে ঠিক এ ভাবেই নিষ্পত্তি হলো ৪৩৭০টি মামলার। আদায় হয়েছে প্রায় ১০ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ৬৮৩ টাকা। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে মোট ২২টি বেঞ্চ বসেছিল। জেলার মোট পাঁচটি আদালতে (মেদিনীপুর সদর, খড়্গপুর, দাঁতন, গড়বেতা ও ঘাটাল) এই কর্মসূচি হয়েছে। প্রতি বেঞ্চে আদালতের একজন বিচারক, একজন আইনজীবী এবং একজন করে সমাজের বিশিষ্ট মানুষ বা সমাজকর্মী ছিলেন। এ দিন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আফরিন জাবি-কে সম্বর্ধনা জানানো হয়। ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালতে ঠিক এ ভাবেই নিষ্পত্তি হলো ৪৩৭০টি মামলার। আদায় হয়েছে প্রায় ১০ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ৬৮৩ টাকা।

Latest