নিজস্ব সংবাদদাতা : জনসাধারণের দাবী মেনে সাংসদ থাকাকালীন অর্থ বরাদ্দ করেছিলেন একটি সোলার লাইটের। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরের মুড়াকাটাতে সেই সোলার লাইটের উদ্বোধন করতে এলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। এদিন দলীয় নেতৃত্বদের নিয়ে এই সোলার লাইটের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বিজেপির তরফে করা এসআই আর এর ফর্ম ফিলাপের সহায়তা কেন্দ্র ও পরিদর্শন করেন। নারায়ণগড়ের বিজেপি নেতৃত্বদের বক্তব্য মকরামপুর এলাকার মুড়াকাটায় দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন একটি সোলার লাইটের আবেদন করা হয়েছিলো। সেই আবেদনে সাড়া দিয়ে সোলার লাইটের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তিনি।
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে সোলার লাইটের উদ্বোধনে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ!