Skip to content

দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের পুনরায় দাঁড় করানোর জন্য সংসদে প্রশ্নোত্তর পর্বে তুলে ধরলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া!

নিজস্ব সংবাদদাতা : সংসদ ভবনে দাঁতন স্টেশনে পুনরায় যাতে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটি হল্ট করে সেই সমস্যা সংক্রান্ত বিষয়টি প্রশ্নোত্তর পর্বে তুলে ধরলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন, শাসকদল ও এলাকার মানুষ একত্রিত হয়ে রেলমন্ত্রকে একাধিকবার আবেদন জানিয়েছেন। রেল অবরোধও হয়েছিল। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি। সম্প্রতি এনিয়ে এলাকার সাংসদ জুন মালিয়াকে জানানো হয়। তিনি এর আগেও সংসদে এনিয়ে সরব হয়েছিলেন। ১১ই ডিসেম্বর বুধবার ফের সংসদ চলাকালীন প্রশ্নোত্তর পর্বে সরব হন লোকসভার সাংসদ জুন মালিয়া। সাংসদের দাবি, দাঁতনে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হোক। করোনার পর থেকে ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হয়েছে। এলাকার মানুষের দাবি রয়েছে ফের এই ট্রেনের স্টপেজ দেওয়া হোক। যার উত্তরে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Latest