Skip to content

আদিবাসী শিক্ষক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি সহ ১২ জনকে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আদিবাসী শিক্ষক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ডেবরায় ৬ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়। সেই বন্‌ধ সফল করতে শুক্রবার রাস্তায় নেমে মিছিল করেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তনময় দাস সহ একাধিক নেতৃত্ব। মিছিলে অংশ নেন বেশ কিছু কর্মী-সমর্থকও। অভিযোগ, মিছিল চলাকালীনই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ হঠাৎ অভিযানে নেমে তনময় দাস সহ প্রায় ১২ জনকে আটক করে। আটক বিজেপি কর্মী-নেতাদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়।পুলিশ সূত্রে খবর, বন্‌ধ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি হতে পারে—এই আশঙ্কায় তাদের আটক করা হয়েছিল।

ধৃতদের শুক্রবার রাত ভর থানায় রাখার পর শনিবার বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ কড়া পুলিশি প্রহরায় কোতোয়ালি থানা থেকে প্রিজন ভ্যানে তুলে খড়গপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।ঘটনার জেরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, আন্দোলনের কণ্ঠরোধ করতেই নেতৃত্ব ও কর্মীদের আটক করছে পুলিশ। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আইনের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Latest