পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ মাদক পাচার চক্রের পর্দাফাঁস! সোমবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে খড়্গপুর গ্রামীণের কলাইউকুন্ডা এলাকায় ৬নং জাতীয় সড়কের পাশে একটি গোডাউন থেকে প্রায় ১৫-১৬ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় গোডাউনের মালিক সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ট্রাক ও একটি চারচাকা গাড়িও আটক করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিতে মঙ্গলবার তাদের খড়াপুর মহকুমা আদালতে তোলা হয় জেলা পুলিশের তরফে। বিচারক ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানা গেছে।উল্লেখ্য যে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই অভিযান চালানো হয় এসটিএফ-কে সঙ্গে নিয়ে। খড়াপুর গ্রামীণ থানার অধীন কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কের পাশে ওই গোডাউনে অভিযান চালাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের! প্রায় ৫০-টি কার্টুনে ১৫-১৬ হাজার নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল ছিল। নিষিদ্ধ কোডাইন মিশ্রিত এই কাফ সিরাপ উত্তরপ্রদেশ থেকে মেদিনীপুর হয়ে বাংলাদেশে পাচার করার ছক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এর আনুমানিক মূল্য ৬৮ লক্ষ টাকা বলেও পুলিশের প্রাথমিক অনুমান। একইসঙ্গে এও অনুমান করা হচ্ছে, এই সমস্ত নিষিদ্ধ সিরাপ বা মাদক-ই বাংলাদেশে পৌঁছে গেলে এর দাম হয়ে যেত এক থেকে দেড় কোটি টাকা!