Skip to content

ফের নৃশংস হত্যাকাণ্ড অন্ডালের খনি অঞ্চলে

অন্ডাল, ফের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো খনি অঞ্চল অন্ডালে। নিজের আট মাসের সন্তানকে থেঁতলে হত্যা করলো বাবা। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানা ও পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা মতি বাজার নিউ কোয়ার্টার এলাকায়। ঘটনায় অভিযুক্ত অজয় ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় শোকে কান্নায় ভেঙ্গে পড়েছে শিশুর মা ও তার পরিবার। জানা যায় অভিযুক্ত অজয় ভূঁইয়া পেশায় দিনমজুর। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও পরিবারের সঙ্গে দাম্পত্য কলহ ছিল তার পরিবারে। ঘটনার সূত্রপাত তার ৮ মাসের শিশু সন্তানকে নিয়ে। অজয় তার স্ত্রী কে সন্দেহের চোখে দেখায় সে তার ৮ মাসের সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করত না বলে জানা যায়। এ কারণেই তার স্ত্রী থাকতো তার বাপের বাড়িতে। অভিযুক্ত অজয় ভূঁইয়ার মা মৃত শিশুর ঠাকুমা জানান, অজয় তার স্ত্রীকে ঘরে আনার জন্য বললে। তিনি বলেন বৌমা বাড়িতে এলে সন্তান এবং বৌমা সকলে সুখে থাকবে সে কারণেই তিনি বৌমাকে বাড়িতে নিয়ে আসেন।আট মাসের সন্তানকে নিয়ে বৌমা বাড়িতে আসার পর থেকেই অজয় সেই সন্তানকে তার সন্তান বলে স্বীকার করত না বলে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে অজয় তার সন্তানকে কোলে করে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বের হয়। বাড়ি থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত খোলা মুখ খনির ঝোপের কাছে অজয়কে দেখতে পায় । অজয়ের মায়ের সন্দেহ হলে অজয় কে জিজ্ঞাসা করে সে তার সন্তানকে নিয়ে এসেছে কিনা? অজয় বলে সে তার সন্তানকে নিয়ে আসেনি। সন্দেহ তীব্র হতে অজয়ের কাছে পৌঁছাতেই অজয় তার মা কে ধাক্কা দেয় বলে জানান তিনি। তারপর তিনি পাড়ার লোকেদের ডাকেন। এলাকার লোকেরা ঝোপ থেকে গুরুতর আহত অবস্থায় আট মাসের শিশুকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় আট মাসের শিশুকে রাণীগঞ্জের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে গা শিউরে উঠছে এলাকার বাসিন্দাদের। কিভাবে নিজের বাবা তার ৮ মাসের শিশুসন্তানকে হত্যা করতে পারে? ঘটনায় অভিযুক্ত অজয়কে আটক করেছে পুলিশ। এই ব্যাপারে অভিযুক্ত অজয় ভূঁইয়া মুখ খুলতে নারাজ। এটা কি ঠান্ডা মাথার হত্যা না অন্য কিছু, সবকিছু পরিষ্কার হবে ময়না তদন্তের পর।এই বিষয় তদন্তে শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

Latest