পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের গেট বন্ধ করে পিকেটিং ধর্মঘটকারীদের। যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপে স্কুলের গেট খুললে স্কুলে প্রবেশ করে স্কুলের ছাত্ররা। ধর্মঘটের সমর্থনে বনধ সমর্থনকারীরা স্কুলের গেট বন্ধ করে পিকেটিং শুরু করে। ফলে স্কুলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুল ছাত্র থেকে অভিভাবক অভিভাবিকাদের। ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবীকারা ধর্মঘটিদের দাবিকে নৈতিক সমর্থন জানালেও, স্কুলের গেট বন্ধ রাখাকে মেনে নিতে পারছেন না তারা। যদিও পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এসে স্কুলের গেট খুলে দেয়। পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর কলেজের গেটও বন্ধ করে দেন ধর্মঘটকারীরা। গেট বন্ধ করে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ধর্মঘটকারীরা। সেখানেও পুলিশি সহায়তায় কলেজের গেট খুলে দেওয়া হয়।


