Skip to content

বৃহস্পতিবার প্রকাশিত হল উদ্ভিদ শনাক্তকরণ সম্বন্ধে একটি বই!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার প্রকাশিত হল উদ্ভিদ শনাক্তকরণ সম্বন্ধে একটি বই। Plant Taxonomy, Biosystems and Molecular Taxonomy Laboratory উদ্যোগে বাংলার উদ্ভিদের শনাক্তকরণ সংক্রান্ত বিশেষ পুস্তকটির (Identification approach of Bengal plants: A Pictorial) শুভ উদ্বোধন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ জয়ন্ত কিশোর নন্দী, IQAC cell Director অধ্যাপক মধুমঙ্গল পাল, রসায়ন বিভাগের অধ্যাপক ব্রজগোপাল বাগ, উপস্থিত ছিলেন উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগের অধ্যাপক অমলকুমার মন্ডল তথা এই বইটির অন্যতম লেখক। সঙ্গে ছিলেন এই বইয়ের আরো দুইজন লেখক ডাঃ অয়ন কুমার নস্কর ও ডাঃ অনুপ কুমার ভূঞ্যা। এই বইটিতে সমস্ত স্নাতক এবং স্নাতকোত্তর উদ্ভিদবিদ্যার ছাত্র, অন্য যেকোন উদ্ভিদবিদ্যা-সম্পর্কিত ছাত্র, উদ্ভিদ প্রেমী এবং সমস্ত ফার্মাকোলজিক্যাল শিল্প, যারা উদ্ভিদ নিয়ে কাজ করে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়েছে তাঁরা উপকৃত হবেন বলে আশা লেখকদের। লেখকদের দাবি, এই সচিত্র উপস্থাপনায় শিক্ষার্থীরা কোনো পরিশ্রম ছাড়াই এই বইটির সাহায্যে আশেপাশের গাছপালাকে সহজেই শনাক্ত করতে পারবে। শিক্ষার্থীরা এই বইটিকে ফিল্ড গাইড হিসেবে ব্যবহার করতে পারে। এই বইটিতে শুধু ঔষধি গাছই নয়, বন্যগাছ, রাস্তার ধারের গাছ, এপিফাইটিক গাছ, মাংসাশী গাছ এবং অচাষিত বনজ উদ্ভিদের সম্পর্কে বর্ননা রয়েছে, যা উদ্ভিদের জীববৈচিত্র্যকে আরও ভালোভাবে বোঝার জন্য খুবই কার্যকর। এই বইটি উদ্ভিদ সম্পর্কে প্রয়োজনীয় এবং প্রাথমিক তথ্য প্রদান করবে। প্ল্যান্টস অফ ওয়ার্ল্ড অনলাইন (https://powo.science.kew.org) ব্যবহার করে সমস্ত প্রজাতির আপডেটেড নামও দেওয়া হয়েছে। উদ্ধৃতি, সমার্থক শব্দ, ফুল ফোটার সময় এবং স্থানীয় নাম সহ গৃহীত নাম এই বইটিতে উপস্থাপন করা হয়েছে, যা ছাত্রদের হার্বেরিয়াম এবং ফিল্ড বই তৈরির জন্য খুবই সহায়ক হবে। অমলবাবুর কথায়, বলা বাহুল্য যে, ফুল ছাড়া উদ্ভিদের নাম শনাক্ত করা খুব কঠিন। আমরা এখানে সফলভাবে সমস্ত এনজিওস্পার্ম প্রজাতিকে তাদের ফুল বা ফল দিয়ে উপস্থাপন করেছি।বইটির লেখক ডাঃ অয়ন কুমার নস্কর, ডাঃ অনুপ কুমার ভূঞ্যা এবং প্রফেসসর অমল কুমার মন্ডল বলেন, এরকম একটি স্টুডেন্ট ফ্রেন্ডলি বই খুব প্রয়োজন ছিল গাছ শনাক্তকরণের জন্য। এই বই টির দ্বারা স্টুডেন্টরা ভীষণ উপকৃত হবে এবং ট্যাক্সনমি সম্পর্কে জানার জন্য, শেখার জন্য অনেক উৎসাহ পাবে। 

Latest