নিজস্ব সংবাদদাতা : কাশ্মীর ও লাদাখের পর্যটনে গতি আনতে সোনমার্গে জেড মোড় টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি, উপরাজ্যপাল মনোজ সিনহা-সহ আরও অনেকে।অতিরিক্ত তুষারপাতের জেরে শীতের বেশিরভাগ সময়টাই বন্ধ থাকত এই রাস্তা। এই টানেলের জেরে ধসপ্রবণ অঞ্চল এড়িয়ে সারাবছর যোগাযোগ রাখা যাবে শ্রীনগর ও সোনমার্গের মধ্যে।টানেল উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বার্তা, এটা জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হল। পাশাপাশি এটি নির্মাণের সময় যে ৭ শ্রমিক প্রাণ হারান তাঁদের কোথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।কাশ্মীরের পর্যটন শিল্পে আমূল পরিবর্তন আনতে চলা এই জেড মোড় টানেল নির্মাণে ব্যয় হয়েছে ২,৭০০ কোটি টাকা।