নিজস্ব সংবাদদাতা : বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় বার শপথগ্রহণের পর এটাই প্রথম বিহার সফর। নালন্দার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মোদী জানান, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। দেশের সম্মান, পরিচয়, মূল্যবোধ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জুড়ে আছে। শপথগ্রহণের কিছু দিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যেতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও জানান।নালন্দায় গিয়ে মোদী বলেন, ‘‘তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ১০ দিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি বলে আমি খুব খুশি। নালন্দা কোনও নাম নয়, এটা একটা পরিচায়। আগুন বইকে পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু জ্ঞান ধ্বংস করতে পারে না।’’