Skip to content

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে এআই অ্যাকশন সামিটের যৌথ সভাপতিত্ব করেছেন!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট৷ এই AI সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ গ্রহণ করেছেন। সোমবার রাতে ফ্রান্সে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সাদর অভ্যর্থনা জানালেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বন্ধু নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করতে দেখে গেল মেক্রোঁ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয় প্রেসিডেন্টের তরফে। মঙ্গলবার আয়োজিত হতে চলা ‘এআই সামিট’-এ ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে অধ্যক্ষতা করবে ভারত। তাঁর আগে এক্স হ্যান্ডেলে মেক্রোঁর বার্তা দেন, ভারতের সঙ্গে হাত হাত মিলিয়ে টেক দুনিয়ায় বিপ্লব আনব।জানা গিয়েছে, বিশ্বের প্রথম সারির এআই পলিসি মেকারদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই আলোচনায়। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অভিষেক সিং, AI4India-র কো ফাউন্ডার শশী শেখর ভেম্পাতি ও অলোক আগরওয়াল। সিপিআরজি-র ডিরেক্টর রামানন্দ, OECD-র সিনিয়র অ্যাডভাইজর সিন ডাফার্টি, Partex NV-র সিইও গুঞ্জন ভরদ্বাজ। জানা যাচ্ছে, AI4India.org ও CPRG-র এই আলোচনায় এআই নিয়ে এক নতুন দিগন্ত খুলে যাবে। সারা বিশ্বের ভাল কাজে কীভাবে যুক্ত হবে এআই, তা নিয়েও আলোচনা হবে বলেজানা গিয়েছে।

Latest