নিজস্ব সংবাদদাতা : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে প্রথা মেনে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সরকার গঠনের পর প্রথম লোকসভা অধিবেশনে তিনি নয়া উদ্যম, নতুন উৎসাহ এবং সংকল্প নিয়ে পথ চলার কথা বললেন। তবে এ ক্ষেত্রেও খোঁচা দিতে ছাড়লেন না বিরোধীদের। সংসদে নাটক, স্লোগান নয় বরং মানুষ দায়িত্ববান এবং বিচক্ষণ বিরোধী চায় বলে উল্লেখ করলেন মোদী।লোকসভা ভোটের ফলপ্রকাশ ও সরকার গঠনের মাঝেই দেশে NEET, NET-সহ একাধিক সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি, রেল দুর্ঘটনার মতো বড় কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। তার জের প্রথম দিন থেকেই অধিবেশনে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিরোধীরা এনিয়ে সরকারকে চাপে ফেলতে প্রস্তুত।তাই শুরুতেই প্রধানমন্ত্রী মোদির বার্তা, ”আমরা চাই, বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে।” নরেন্দ্র মোদী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য, বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন নিয়ে আজ অষ্টাদশ লোকসভা শুরু হচ্ছে। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন কিন্তু, দেশ চালানোর জন্য সহযোগিতার প্রয়োজন, সমর্থনের প্রয়োজন। ১৪০ কোটি দেশবাসীর আশা আকাঙ্খা পরিপূর্ণ করব। সবাইকে সঙ্গে নিয়ে সংবিধানের মর্যাদারক্ষা করে সংসদ চালাব।' বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, 'সকল সাংসদের থেকে দেশের অনেক আশা রয়েছে। সকলের কাছে আবেদন করব, জনহিতের জন্য কাজ করুন। বিরোধীদের থেকে বিচক্ষণতার আশা করছি। এতদিন হতাশ করেছেন তারা, আশা করব এবার দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। বিরোধীরা সুযোগ্য নাগরিকের মতো গণতন্ত্রণের গৌরব বজায় রাখবেন। কারণ মানুষ ড্রামা চায় না।স্লোগানিং চায় না। দায়িত্ববোধের আশা রাখে মানুষ।