নিজস্ব সংবাদদাতা: চিনের (SCO) এসসিও সামিটে আবার অভিনব চিত্রও ধরা পড়ে। সম্মেলনস্থল থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় একই গাড়িতে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সূত্রের খবর, বৈঠকের আগে প্রায় দশ মিনিট মোদীর জন্য অপেক্ষা করেন পুতিন। তারপর নিজস্ব গাড়িতেই তাঁকে নিয়ে যান রিটজ-কার্লটন হোটেলে। শুধু তাই নয়, পৌঁছনোর পরও প্রায় ৪৫ মিনিট গাড়িতেই আলোচনা চালান দুই নেতা। পরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক বৈঠক । ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। অভিযোগ, রাশিয়ার তেল কিনে পুতিনের যুদ্ধকে অর্থ জুগোচ্ছে দিল্লি। যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থই শক্তি আমদানির নীতি নির্ধারণ করবে। মার্কিন চাপকে 'অন্যায়' ও 'অযৌক্তিক' বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, দুই দেশের অর্থনীতি, বাণিজ্য সব কিছু নিয়েই আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো নিয়েও। নিজের সমাজমাধ্যমে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “আঞ্চলিক ও বিশ্বজুড়ে চলা নানা ইস্যুতেই আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। আলোচনা হয়েছে ইউক্রেন নিয়েও। পাশাপাশি সম্প্রতি সংঘাত থামাতে নেওয়া উদ্যোগগুলি নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।