নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া খারাপ জন্য তমলুকের সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ঝাড়গ্রামের সভা থেকে তমলুকবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঝাড়গ্রামের সভা শুরু করেন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি তমলুকের সভা বাতিলের কথা জানিয়ে সেখানকার বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন। বলেন, “হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আমি যেতে পারলাম না। এর জন্য আমি ক্ষমা চাইছি।” তবে এদিন ঝাড়গ্রাম থেকে ভারচুয়ালি তমলুকে সভা করেছেন তিনি। রামকৃষ্ণ মিশন এবং সন্তদের অপমান বাংলা কখনও সহ্য করবে না। দেশবাসী জানেন, আমার জীবন গড়ার ক্ষেত্রে রামকষ্ণ মিশনের কতখানি অবদান রয়েছে।মোদী বলেন, কংগ্রেস এক দিকে পরিবারবাদকে তোয়াজ করে। অন্য দিকে, তোষণের রাজনীতি করে। মিডিয়া এদের অনেক বাঁচিয়েছে।’’ পঞ্চম দফার ভোট চলাকালীন এদিন ঝাড়গ্রামের সভা থেকে নরেন্দ্র মোদি দাবি করলেন,পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও দেশজুড়ে ইন্ডিয়া জোট পরাস্ত হয়ে গেছে। ৪ জুন এদের শেষ হতে দেখা যাবে। সুর আরও চড়িয়ে তিনি বলেন, ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।