Skip to content

অধিকৃত কাশ্মীর ভারতেরই,পাকিস্তান-অধিকৃত কাশ্মীর হল বিদেশি জায়গা!

নিজস্ব সংবাদদাতা :  সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা চলুক যে কোনও পথ ধরে সে ঠিক সামনে আসবেই। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আদতে বিদেশি জায়গা। কবি এবং সাংবাদিক আহমেদ ফারহাদ শাহের গ্রেফতারির প্রসঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে স্বীকার করে নিল পাকিস্তান সরকার। অভিযোগ উঠেছে যে তাঁকে পাকিস্তান সরকার গুম করে দিয়েছিল। আর পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে হাইকোর্টে ইসলাবাদের তরফে যে মন্তব্য করা হয়েছে, তাতে পাকিস্তানের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর যখন বিদেশের জায়গা, তখন সেখানে কেন রেঞ্জার্স (পাকিস্তানের সেনা) পাঠানো হত? বিষয়টি নিয়ে আপাতত ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবার নিজেদের মন্তব্যেই বিপাকে পড়ল পাকিস্তান। ‘অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়’, সম্প্রতি এক মামলায় ইসলামাবাদ হাই কোর্টে এ কথা স্বীকার করে নিল পাক সরকার। পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে ভারতের রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় শাহবাজ শরিফ সরকারের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।পাকিস্তানের আইনশৃঙ্খলা ব্যবস্থার আওতায় আসে না অধিকৃত কাশ্মীর, মেনে নিল শাহবাজ সরকার।

Latest