পূর্ব মেদিনীপুর নারায়ন চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুরর জেলা তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খাল সংস্কারের কাজ চলছে। সোয়াদিঘী খালের উপর দিয়ে কিশোরচকে দক্ষিণ পূর্ব রেলওয়ের তিনটি রেল লাইন গিয়েছে। প্রায় সাত,আট বছর আগে দপ্তর আপলাইনে খালের উপর পিলার দিয়ে একটি কংক্রিটের ব্রীজ নির্মাণ করেছিল। ওই ব্রীজ নির্মাণের সময় খালের বেড লেবেল থেকে অনেক উঁচুতে ব্রীজের বেড লেভেল করেছিল রেল দপ্তর। বর্তমানে রেল ডাউন ও মেন লাইনের উপর অনুরূপভাবে ব্রীজ নির্মাণের কাজে হাত দিয়েছে।

সোয়াদিঘী খাল সংস্কার সমিতির অভিযোগ, ওইভাবে ব্রীজের বেড লেবেল তৈরি করা হলে কোলাঘাট ব্লকের সিদ্ধা-১ ও ২, ভোগপুর এবং পাঁশকুড়া ব্লকের-পাঁশকুড়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকার খানিক অংশের জলনিকাশী সমস্যার সংকট দেখা দিতে পারে।সমিতির উপদেষ্টা তথা পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও সম্পাদক মধুসূদন বেরা বলেন,বিষয়টি আমরা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এস ডি ও কে লিখিতভাবে জানিয়েছি। রেল দপ্তরের কোলাঘাটের সেকশান ইঞ্জিনিয়ারকেও জানানো হয়েছে। পাশাপাশি জেলা শাসক,মহকুমা শাসক,ব্লক উন্নয়ন আধিকারিককে অতি সত্বর ওই স্থানটি সরজেমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবী জানানো হয়েছে বলে নারায়ণবাবু জানান।
