নিজস্ব সংবাদদাতা : আজ, বুধবার ৩০শে জুলাই ভোর রাতে রাশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়েছে রাশিয়া ও জাপানে। ২০১১ সালের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি আছড়ে পড়ল। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ড পর্যন্ত আরও একাধিক উপকূলীয় এলাকায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামির ১.৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে তোকাচিতে। হোক্কাইডোর দক্ষিণ উপকূলীয় এলাকাতেও আছড়ে পড়ছে সুনামির উঁচু ঢেউ।

এর পরে বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপানে ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮।
