Skip to content

প্রভাত খবর খড়গপুরের অসংখ্য স্কুলের ও ৩০০ টির ও বেশি অসামান্য শিক্ষার্থীকে প্রতিভা সম্মান দিয়ে সম্মানিত করেছে!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : কলকাতায়,খড়গপুর শহরের খুপ্তা এলাকায় শ্রী দিগম্বর জৈন ধর্মশালায় প্রভাত খবর দ্বারা আয়োজিত প্রতিভা সম্মান ও গুরু সম্মান 2024 অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩০০ টিরও বেশি শিশুকে সম্মানিত করা হয়েছিল। ক্লাস ১০ এবং ১২ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে স্বীকৃত হয়। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অধ্যক্ষগণকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ,খড়্গপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিদা হুসেন, সমাজসেবক অভিষেক যাদব, জগদীশ প্রসাদ আগরওয়াল, ডাঃ দীপক দাস গুপ্ত সহ আরও অনেকে। অনুষ্ঠানটি একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এবং অতিথিরা শিশুদের অধ্যবসায় চালিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করেন। অনুষ্ঠান চলাকালীন অডিটোরিয়ামটি ছাত্র, অভিভাবক এবং শিক্ষকে পরিপূর্ণ ছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত খবর কলকাতার সিনিয়র স্থানীয় সম্পাদক কৌশল কিশোর ত্রিবেদী, প্রভাত খবরের ইস্টার্ন জোন বিজনেস হেড সুশীল সিং, সার্কুলেশন এজিএম বাদল গড়াই, ম্যানেজার অ্যাকাউন্ট সমরজিৎ কুমার প্রমুখ।

Latest