Skip to content

মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা! ছাত্রজীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিক। স্বভাবতই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা চাপ থেকেই যায়। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ কয়েকটি ব্যবস্থা গ্রহণ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। আজকের পর থেকে বাইরে কোন প্রোগ্রাম মাইক ব্যবহার করে করা যাবে না। কোন প্রোগ্রাম এ মাইক ব্যবহার করতে গেলে মহকুমা শাসকের নির্দেশ লাগবে। কোন ইনডোর প্রোগ্রাম করলে সেক্ষেত্রে মাইক ব্যবহার করা যেতে পারে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষকদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫২৮৯২ জন।

জেলার মূল এবং সাব মিলিয়ে মোট ১২২ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ "কুইক রেসপন্স টিম" এর ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুর শহরের জন্য পরীক্ষার শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর দু' ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান জেলাশাসক খুরশেদ আলী কাদরী। সেই সঙ্গে সম্পূর্ণ জেলা জুড়ে প্রশাসনের নজরদারি থাকবে, যেকোনো ধরনের সমস্যায় ছাত্রছাত্রীরা পড়লে তাদেরকে সহযোগিতা করার জন্য হেল্পলাইন খোলা হয়েছে। পাশাপাশি প্রস্তুত থাকবে সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহাকুমা শাসক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় যেসমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সেগুলির উপর বিশেষ নজরদারির জন্য বনদপ্তরের আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হাতির সমস্যায় যাতে কোন পরীক্ষার্থী না পড়ে, সেই জন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। পরীক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থার কথা মাথায় রেখে প্রত্যেকটি হাসপাতালে বেশ কয়েকটি করে রিজার্ভ বেড ও বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে। প্রত্যেকটি পরীক্ষার্থীকে জেলাশাসক খুরশেদ আলী কাদরী শুভেচ্ছা জানিয়েছে এবং তিনি এও বলেন সকলেই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়।

Latest